স্বেচ্ছাসেবক লীগ শরীয়তপুর জেলা সহ সকল উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত

Social Share Now


শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এবং এ দলের জেলার অর্ন্তগত সব উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।ওই চিঠি থেকে বলা হয়েছে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলার অর্ন্তগত সব উপজেলা ও পৌরসভা কমিটির মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

Leave a Reply