ঈদ যাত্রায় ঢাকা-শরীয়তপুর রুটে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও বল প্রয়োগের অভিযোগে পদ্মা ট্রাভেলসসহ ৬টি বাসকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (০৯ জুলাই) রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা থেকে শরীয়তপুর আসা পদ্মা ট্রাভেলস, শরীয়তপুর পরিবহন, গেøারী পরিবহন, ফেম পরিবহন, প্রচেষ্টা পরিবহন ও শরীয়তপুর সুপার সার্ভিসের বাস যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও বল প্রয়োগের অভিযোগে জাজিরার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বাস গুলোকে ১লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল। জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত এই কার্যক্রম অব্যাহত রয়েছে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।