৩ দাবিতে পদ্মা সেতুর জাজিরার টোল প্লাাজায় মানববন্ধন

৩ দাবিতে পদ্মা সেতুর জাজিরার টোল প্লাাজায় মানববন্ধন

Social Share Now


শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত সড়কটি চার লেন, টোলের টাকা কমানো, টোল প্লাজার নাম পরিবর্তনসহ তিন দাবিতে মানববন্ধন করেছেন শরীয়তপুরের কয়েকশ’ মানুষ। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজার সামনে এ মানববন্ধন হয়।প্লেকার্ডে নাওডোবা প্লাজা দেখতে চাই রাস্তাাঘাট কালভার্ট চাই, ভালোবাসার মূল্যায়ন চাই, শরীয়তপুরের উন্নয়ন চাই’সহ বিভিন্ন দাবি তুলে ধরেন মানববন্ধনকারীরা। এ সময় তারা বলেন, আমরা পদ্মাপারের মানুষ, বাপ-দাদার ভিটামাটি ছেড়েছি পদ্মা সেতুর জন্য। এ সেতু পার হয়ে বিভিন্ন জেলার মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারলেও আমাদের উপকার হচ্ছে না। কারণ আমাদের রাস্তা সরু হওয়ায় পদ্মা সেতু পার হয়ে জেলা শহরে যেতে দুই থেকে তিন ঘণ্টা সময় বেশি লাগছে। এছাড়া পদ্মা সেতু দিয়ে ঢাকা যেতে যে গাড়ি ভাড়া ধরা হয়েছে, তা অনেক বেশি। পাশাপাশি চার লেনের রাস্তার কাজ দ্রæত সময়ের মধ্যে করা হোক।

Leave a Reply