ঢাকার দোহার উপজেলার পর্যটনকেন্দ্র মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে পড়ে নিখোঁজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দোহার ফায়ার সার্ভিসের জরুরি বিভাগে কর্মরত ফায়ার ফাইটার এসএম জসিম জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মৈনটঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।তার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার ডাংগর বেপারীকান্দি গ্রামে।বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘাটের তীরে ড্রেজারের বলগেটে উঠে মোবাইল ফোনে সেলফি তোলার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন সানি।সানি শরীয়তপুর জেলার জাজিরা থানার ডাঙ্গুর বেপারীকান্দি গ্রামের হারুন উর রশীদের ছেলে। তিনি বুয়েটের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।লাশ পাওয়ার খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।হাজার হাজার নারী পুরুষ তাদেও বাড়িতে এক নজর লাশ দেখতে ভিড় জমায়।
দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি দল দোহারের মৈনটঘাট ঘুরতে আসেন। সন্ধ্যার পর তারা পদ্মা নদীর তীরে একটি ড্রেজারের বলগেটে উঠে মোবাইল ফোনে সেলফি তুলছিলেন। হঠাৎ একজন পানিতে পড়ে যাওয়ার শব্দ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের দুটি ডুবরি দল উদ্ধার কার্যক্রম চালায়। পরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।