সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার” প্রতিবাদে রোববার ভোলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম কে পুলিশ গুলী করে হত্যা সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত করার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুরে ইছহাক সরদার এর নেতৃত্বে জেলঅ ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শরীয়তপুর শহরের ধানুকা স্টেডিয়াম এলাকায় থেকে শুরু করে জেলা প্রশাসকের বাসভবনের কাছে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সোমবার (১ আগস্ট ২০২২) বিকালে সংক্ষিপ্ত সমাবে।ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশ নেয়।
ছাত্রদল নেতা ইসহাক সরদার বলেন, ভোলায় এ হত্যাকান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রæত বিচার করতে হবে। তিনি বলেন আগামী যেকোনো আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে যেকোনো কর্মসূচি পালন করতে শরীয়তপুর জেলা ছাত্রদল সর্বদা প্রস্তুত ।