শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ সিকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক যুবনেতা খান জাহাঙ্গীর। ৯ সদস্য বিশিষ্ট ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের এ কমিটির অনুমোদন করেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল ও সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন। ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ সিকদারকে ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খান জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । পাশাপাশি তারা অন্যান্য নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।