জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

Social Share Now



শরীয়তপুরের গোসাইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।বুধবার (২১ মে) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবুল কাশেম মোতাইত কুচাইপট্টি ইউনিয়নের চর মাইঝারা এলাকার নুরুল ইসলাম মোতাইতের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কাশেম মোতাইতের পরিবারের সাথে একই এলাকার কাশেম আলী খাঁয়ের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। বুধবার দুপুরে সেই বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কাশেমের উপর হামলা চালায় কাশেম আলী খাঁয়ের লোকজন। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে গোসারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান মাদবর বলেন, আবুল কাশেম আমাদের গোসাইরহাট কুচাইপট্টি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। যথেষ্ট ভালো লোক ছিলেন। বিষয়টি দুঃখজনক। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের দাবী জানাই।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান বলেন, আবুল কাশেম আমাদের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের যুগ্ম সাধারণসম্পাদক ছিলেন। তিনি যথেষ্ট ভালো লোক ছিলেন। বিষয়টি দুঃখ জনক। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদেও বিচারের দাবী জানাই।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, প্রতিপক্ষো হামলায় এক ব্যক্তি নিহতহয়েছেন। মরদেহ সুরতহাল করা হচ্ছে। লাশের ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, জমি ও পূর্বেও বিরোধের জেরে এক জনের ছুরির আঘাতে আবুল কাশেম নামে এক জনের মৃত্যু হয়েছে। আমরা তদন্ত কওে ব্যবস্থা নিচ্ছি।

Leave a Reply