
জুলাই আন্দোলনে শহীদ পরিবারকে শরীয়তপুরে ১০লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান
শরীয়তপুর প্রতিনিধি \ জুলাই আন্দোলনে শরীয়তপুরের ১৩জন ঢাকায় শহীদ হয়েছেন। এরমধ্যে ১১জনের পরিবারকে আজ মঙ্গলবার সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কতৃক দেয় প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন নিজ হাতে এ সঞ্চয়পত্র প্রদান করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, মজিবুর রহমান মাদবর ।