শরীয়তপুর প্রতিনিধি ঃ নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় একটি র্যালী জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা,বিআরটিএ পরিদর্শক মেহেদী হাসান, সাংবাদিক আবুল হোসেন সরদার,বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ চৌকিদার ও নিরাপদ সড়ক জেলা কমিটির সভাপতি এড মুরাদ মুন্সি।