নড়িয়ায় পূর্বশত্রæতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যা

নড়িয়ায় পূর্বশত্রæতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যা

Social Share Now
শরীয়তপুর \ শরীয়তপুরের নড়িয়া উপজেলার চান্দনী গ্রামে পূর্বশত্রæতার জের ধরে আবু সিদ্দিক ঢালি (৫৫) কে প্রতিপক্ষের লোকেরা গতরাত অনুমান সাড়ে ৯টায় বাড়ি ফেরার পথিমধ্যে পূর্ব পরিকল্পিত ভাবে বের দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমত শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। রোগীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার সকালে সে মারা যায়। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় নড়িয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে। লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নড়িয়া থানা ও নিহতের বড় ভাই আবু আলম ঢালি বলেন, পালং ইউনিয়নের সাবে চেয়ারম্যান পূর্বকোটাপাড়া এলাকার আতাউর রহমান গগন ও তার ভাই রাসেদ খান মেনন ,মিন্টু ছৈয়াল সহ ১০/১২ জন মিলে গত বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৯টায় পূর্ব পরিকল্পিত ভাবে পূর্বশত্রæতার জের ধরে চান্দনী মমিন আলী ছৈয়ালের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুনরুতর আহত করে। তার সাথে থাকা লোকজন ভয়ে দ্যেড় দিয়ে আতœরক্ষা করে। এরপর আবার সেখানে গিয়ে দেখেন আবু সিদ্দিক ঢালিকে কুপিয়ে গুরুতর আহত করেছে। তাকে আধামরা অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। শুক্রবার সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। লাশ ঢাকায় ময়না তদন্ত শেষে বাড়ি নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মোঃ আসলাম উদ্দিন বলেন, পূর্বশত্রæতার জের ধরে চান্দনীতে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে।

Leave a Reply