শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের যুবদলের সাবেক সাধারন সম্পাদক এমদাদ হাওলাদার খুনের ঘটনায় নড়িয়া থানায় মামলা দায়ের করেছে পরিবার।এ সংবাদ লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নড়িয়া থানা ও স্থানীয় সুত্রে জানাগেছে, রোববার সকাল অনুমান ১০টায় ভোজেশ্বর বাজারের দক্ষিন মাথায় এ খুন হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় জপসা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক নিহত এমদাদ হওলাদারের ছেলে রাজিব ও ভোজেশ্বর বাজারের অপু খলিফা নামে এক লোকের মধ্যে পূর্ব শত্রæতা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে কিল ঘুষির ঘটনা ঘটে। খবর পেয়ে রাজিবের বাবা এমদাদ হাওলাদার ঘটনাস্থলে গেলে তার সাথে ও মারামারি হয়। তাকে অপুর পক্ষ নিয়ে ১০/১২ জনে মিলে কিল ঘুষি ও লাথি মারলে সে মাটিতে বসে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। লাশ ময়না তদন্তের পর পারিবাকি কবর স্থানে দাফন শেষে মঙ্গলবার দুপুরে নিহত এমদাদ হাওলাদারের ছেলে রাজিব বাদী হয়ে ১৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে মামলার বাদী রাজিব হাওলাদার বলেন, আমার বাবাকে যারা হত্যা করেছে আমি তাদেও শাস্তি চাই।নড়িয়া থানার ওসি মোঃ আসলাম হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামীদেও গ্রেফতারের জন্য চেষ্টা করে যাচ্ছি।
