শরীয়তপুর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। আর পিআর পদ্ধতি এখন ফেকে হয়ে গেছে। যারা এটাকে জনসম্পৃক্ততা করার চেষ্টা করেছিল, তারা তা করতে পারেনি।
শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। আর দেশে যেসব অপরাধীর বিচার প্রক্রিয়া চলছে, তা বাধাগ্রস্ত করতে কিছু দুষ্কৃতিকারী ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।
এসময় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।