প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকে অর্ন্তভুক্তি না করার দাবীতে শরীয়তপুরে গন সমাবেশ

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকে অর্ন্তভুক্তি না করার দাবীতে শরীয়তপুরে গন সমাবেশ

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি ঃ প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকে অর্ন্তভুক্তি না করার দাবীতে আজ রোববার বিকেল ৫টায় শরীয়তপুরের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ”জাগো শরীয়তপুর” ব্যানারে শরীয়তপুর পৌরসভার সামনের মাঠে জাগো শরীয়তপুরের আহবায়ক আমিন মোহাম্মদ জিতুর সভাপতিত্বে এক বিশাল গনসমাবেশ এর আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, জামাত এর আমীর অধ্যক্ষ আবদুর রব হাসেমী, এনসিপি আহবায়ক এড রুহুল আমিন, গন অধিকার আহবায়ক মোঃ শাহজালাল ,বৈষম্য বিরোধী ছাত্র আনোন্দালনের সাবেক আহবায়ক ইমরান আল নাজির ,খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাব্বির আহম্মেদ, ইসলামী আন্দোলনের মুফতি মাওলানা তোফায়েল আহম্মেদ,জেলা ছাত্রশিবির সভাপতি সাখাওয়াত কায়সার, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নুরে আলম সিদ্দিকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইমরান আল নাজির,ছাত্র অধিকারের সভাপতি জীবন আহম্মেদ নান্টু, যুব মজলিসের সভাপতি কাজী মোয়াজিবিন আঃ রহমান, সচেতন নাগরিক সমাজের সভাপতি পারভেজ মোশারফ। তাদের একটাই দাবী ”জাগো জাগো” শরীয়তপুর, যাবো নাগো ফরিদপুর । ঢাকায় আছি ঢাকায় থাকবো। তারা ফরিদপুর যেতে চায় না,ঢাকায় থাকতে চায়। তাদেরকে ফরিদপুর বিভাগের সাথে অর্ন্তভুক্ত করলে বাদ দেয়ার জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুমকি প্রদান করেন বক্তারা।

Leave a Reply