বিএনপি ক্ষমতায় আসলে শরীয়তপুরকে আধুনিক ও মডেল শরীয়তপুর হিসেবে গড়ে তুলবো- মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু
শরীয়তপুর প্রতিনিধি \ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন আহম্মেদ অপু বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যাদেরকে আমাদের কাছে প্রতিনিধি পাঠাবেন তাদেরকে বিজয়ী করবো। দেশে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে জোয়ার আসছে আমরা ভোটের মাধ্যমে সে জোয়ার কাজে লাগাতে চাই। শরীয়তপুর জেলার ৩টি আসন আমারা ধানের শীষকে উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপু বলেন বিএনপি ক্ষমতায় আসলে শরীয়তপুরকে আধুনিক ও মডেল শরীয়তপুর হিসেবে গড়ে তুলবো।আমরা প্রতিহিংসার রাজনীতি করিনা।প্রতিশোধের রাজনীতি করিনা। ভালবাসা দিয়ে রাজনীতি করবো। এখানে রাস্তাঘাট ,ব্রীজ ,কালভার্ট,মেডিকেল কলেজ,কৃষি বিশ্ববিদ্যালয় ও বেকারদের কর্ম সংস্থানের ব্যবস্থা করবো। তিনি আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে শরীয়তপুর অভিমুখে যাত্রাকালে জাজিরার নাওডাবা এলাকায়সকাল ১১টায় যাত্রা বিরতি করে জনতার উদ্দেশ্যে এ সব কথা বলেছেন।এরপর তিনি জাজিরা টিএনটি মোড়, কলেজ গেট, নশাসন, প্রেমতলা,কোটাপাড়া, ও শরীয়তপুর বাসস্ট্যান্ডের কাছে জনতার উদেশ্যে বক্তব্য রাখেন। এ সময় বিএনপির ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কৃষকদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল,মহিউদ্দন জিন্টু জেলা বিএনটির সাধারন সম্পাদক সনদার নাসি উদ্দিন কালু সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকা (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) থেকে বিএনপির মনোনীত প্রতিদ্বন্দি প্রার্থী মিয়া নুর উদ্দিন আহম্মেদ অপু ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারনা কালে গোসাইরহাটের বাসস্ট্যান্ডে পৌছানো মাত্র প্রতিপক্ষ আওয়ামীলীগের প্রতিদ্বন্দি প্রার্থী নাহিম রাজ্জাক এর সমর্থকরা পরিকল্পিত ভাবে খুন করার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোদালপুর ১০ বেড হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় প্রেরণ করেন। এ সময় দ্রæত ঢাকায় নেয়ার জন্য হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে একটি রেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। ২দিন পার হতে না হতে তৎকালীন সরকারের নির্দেশে অপুকে আইন শৃংখলা বাহিনী গ্রেফতার করে একাধিক মামলায় আটকে রাখে।দীর্ঘ ৫ বছর ৭মাস কারাভোগের পর জুলাই গনঅ্যভ্যুথানের পর ২০২৪ সালের ৭আগষ্ট তিনি জামিনে মুক্তি লাভ করেন।এরপর তিনি গত ১ বছর এলাকার মানুষের সাথে যোগাযোগ খাকলেও এলাকায় যাননি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৮ অক্টোবর ঢাকায় ফার্মগেট খামারবাড়ি ইনস্টিটিউটে শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকার মানুষের সাথে মতবিনিময় সভা আহবান করেন। সেখানে দলীয় সকল স্তরের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তিনি পুনরায় শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্ত নেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ৭ বছর পর তিনি আজ ৩০ অক্টোবর শরীয়তপুর জেলায় সফর করেন। এ সময় হাজার হাজার নেতাকর্মী তার এ পথসভায় অংশ নেয়। তার সফরসূচী অনুযায়ী ৩১ অক্টোবর ভেদরগঞ্জ, ১নভেম্বর ডামুড্যা ও ২নভেম্বর গোসাইরহাটে নেতাকমীদের সাথে মিলিত হবেন। এ ৪দিন তিনি এলাকায় থাকবেন।