শরীয়তপুরের নড়িয়ায় যুবদল নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

শরীয়তপুরের নড়িয়ায় যুবদল নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

Social Share Now
শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের যুবদল নেতা এমদাত হাওলাদারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও স্থানীয় বিএনপি । বুধবার (১১ জুন ) বিকেলে ভোজেশ্বর বাজারের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এখন ও খুনিদের অনেকে বাহিরে ঘোরাফেরা করছে। তারা প্রশাসনের কাছে এসব খুনিদের দ্রæত বিচার দাবি করছেন। উল্লেখ্য যে গত ৯ জুন সকাল ১০ টার দিকে ভোজেশ্বর বাজারের দক্ষিণ মাথায় জপসা ইউনিয়নের যুবদলের সাবেক সাধারন সম্পাদক এমদাদ হাওলাদারকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।এ ঘটনায় ১৪ জনকে আসামী করে তার ছেলে রাজিব হাওলাদার বাদী হয়ে নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি।

Leave a Reply