শরীয়তপুর প্রতিনিধি ঃ ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উপলক্ষে আজ সকাল ১০টায় শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করেছেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক মোল্লা ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আসলাম হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহবায়ক ইমরান আল নাজির। এ মেলায় বিভিন্ন স্কুল -কলেজ ও বিজ্ঞান ক্লাবের প্রায় ২৫টি প্রজেক্ট নিয়ে তরুন বিজ্ঞানীরা স্টল দিয়েছে। উদ্বোধনী শেষে জেলা প্রশাসক স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। বিকেলে প্রতিযোগীদেও মধ্যে পুর¯কার বিতরন করা হবে।
