শরীয়তপুর প্রতিনিধি \ “দুগ্ধের অপার শক্তিতে,মেতে উঠি একসাথে”এই প্রতিপাদ্যে শরীয়তপুরে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ পালিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও নড়িয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফ উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সভায় বক্তারা দুগ্ধের পুষ্টিগুণ,স্বাস্থ্য উপকারিতা এবং দেশের দুগ্ধ শিল্পের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।দেশীয়ভাবে উৎপাদিত দুধ মানুষের পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।
