শরীয়তপুর প্রতিনিধি ঃ পারিবারিক দ্বন্দের কারনে শরীয়তপুরের সখিপুরে ৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থী তায়েবাকে হত্যার পর সেটি ট্যাংকে গুম করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামীদেও বিচার দাবীতে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঢাকাস্থ সখিপুর বাসি। সকাল সাড়ে ১০টায় তার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় বক্তারা বলেন যারা তায়েবাকে খুন করেছে তাদেও কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানান তারা।
উল্লেখ থাকে যে গত ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে তায়েবার চাচী আয়েশা খাতুন তার সহযোগিদের নিয়ে শিশু তায়েবাকে হত্যা করে । পরে তার লাশ প্রতিবেশী মেছু উদ্দিন মোল্যার বাড়ির বাথরুমের সেফটি ট্যাংকের ভিতর গুম করে। ২দিন পরে তায়েবার বাবা টিটু সরদার স্থানীয়দের নিয়ে খোজাখুজি কওে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহ ভাজন তায়েবার চাচি আয়েশা ,প্রতিবেশী নাছিমা ও আসিফ বেপারীকে গ্রেফতার করে। এ বিষয়ে আসামী আসিফ ও নাছিমা আদালতে ১৬৪ ধারার জবান বন্দীতে শিশু তায়েবাকে খুনের কথা স্বীকার করে।