শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র  জন গ্রেফতার

শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র জন গ্রেফতার

Social Share Now

শরীয়তপুর প্রতিনিধি \ শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আওয়ামী যুবলীগ নেতা এড. পারভেজ রহমান জন কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে ঢাকার রামপুরা এলাকায় একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ে। পারভেজ রহমান জন শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রাথী হয়ে নির্বাচিত হয়েছিলেন। এড.পারভেজ রহমান জন শরীয়তপুর জজ কোর্টের এপিপি ছিলেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী । পারভেজ রহমান জনের বাবা মরহুম হাবিবুর রহমান ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জজ কোর্টের সাবেক পিপি। তার মা জিন্নাত হাবিব ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান। ২০২১ সালের দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনে তিনি ১৬ জানুয়ারী মেয়র পদে নির্বাচিত হন। তার মূল প্রতিদ্বন্দী বিএনপির মনোনীত প্রার্থী এড লুৎফর রহমান ঢালিকে ঐ নির্বাচনে জন ও তার দলীয় নেতাকর্মীরা নির্বাচনী মাঠে কোন প্রচার প্রচারনায় নামতেই দেয়নি। প্রভাব বিস্তার করে তিনি নির্বাচিত হয়েছেন। জুলাই-আগষ্টের ছাত্রজনতার আন্দোলনে আওয়ামীলীগের সরকার পতনের পর অর্ন্তবতী সরকার গত ১৮ আগষ্ট/২৪ এক প্রজ্ঞাপনে তাকে অপসারন করেছেন। এর পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। ঢাকা যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তাকে ঢাকা রামপুরা এলাকার একটি বাসা থেকে পুৃলিশ বুধবার রাতে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম) বলেন, আমরা অফিসিয়ালি ভাবে জানতে পারিনি যে শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আওয়ামী যুবলীগ নেতা এড. পারভেজ রহমান জন কে গ্রেফতার করেছে। তবে বিভিন্ন মাধ্যমে শুনেছি ঢাকার পুলিশ তাকে গ্রেফতার করেছে।

Leave a Reply