শরীয়তপুর প্রতিনিধি ঃ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা,সন্ত্রাসবাদ প্রতিরোধএবং সামাজিক সমস্যা নিরসনে ঈমামদেও ভুমিকা শীর্ষক আলোচনা সভা আজ সকাল ১১টায় শরীয়তপুর সদও উপজেলা মডেল মসজিদেও সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ইসলামী ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ ডঃ মুহাম্মদ আবু তালহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন। বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি সাংবাদিক আবুল হোসেন,জামায়েতের সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান । এ সভায় বিভিন্ন মসজিদের ঈমামগন ে মসজিদ ভিত্তিক গনশিক্ষা কার্যক্রমের শিক্ষিকাগন অংশ নেয়।
