শরীয়তপুর প্রতিনিধি :শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের জডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়-৩য়) এর আসামী আদালত থেকে গারদে আনার পথে আদালত চত্তর থেকে মাদক মামলার দুই আসামীর হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। পরবর্তীতে হ্যান্ডকাফসহ তিন ঘন্টা পর ২জনকেই আটক করেছে পালং মডেল থানা পুলিশ। রোববার দুপুর একটার দিকে আদালত চত্ত্রে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার দুপুরে সুরুজ মাদবর ও দুলাল শেখ নামের মাদক মামলার দুই আসামীকে শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে হাজতখানায় নেয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় তারা। পরে এদের কে আটক করতে সক্ষম হয় পুলিশ।
