বৃক্ষরোপন অভিযান ২০২৫ আয়োজন এবং ২য় আবর্তেও বাগান সৃজন কার্যক্রম গ্রহনের লক্ষ্যে প্রস্ততিমূলক সভা আজ দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আসলাম হোসেন,অতিরিক্তি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষন কেন্দ্র শরীয়তপুরের আয়োজনে জেলা পর্যয়ের কর্মকর্তা,বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এ সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সামনের সড়কে বৃক্ষমেলা ২০২৫ করার হবে। এ মেলায় ন্যায্য মূল্যে উন্নত জাতের বৃক্ষের চারা বিক্রি করা হবে।
