শরীয়তপুরে জুলাই পুর্নজাগরনে সমাজ গঠনে শপথবাক্য পাঠ , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শরীয়তপুরে জুলাই পুর্নজাগরনে সমাজ গঠনে শপথপাঠ ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ ও জাতীয় পর্যায়ের কর্মসুচী অনুসরন ও অনুকরন করা হয়। এরপর দুপুর ১২টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম সেবা, বিএনপি নেতা মজিবুর রহমান । উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌর প্রশাসক ডিডিএলজি মোঃ ওয়াহিদ হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সিদ্দিক, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন,গনঅধিকারের এড, ফিরোজ আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহবায়ক ইমরান আল নাজির, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জুলাই কন্যা কান্তা ও আদর। এ সময় জেলা পর্যায়ের কর্মকতা , জুলাই অভ্যুথানে নিহত ও আহতদের পরিবারের সদস্যগন , সাংবাদিকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।