শরীয়তপুর গোসাইরহাট দাসরজঙ্গল বাজার পাটের গোডাউন ভয়াবহ অগিকান্ড ১৫ দোকান পুেড় গেছে। বৃহস্পতিবার দুপুর বাজারর কাঠপট্টি রোড একটি পাটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এতে ৩ হাজার ৫০০ মেট্রিক টন পাট, সয়াবিন তেল, মরিচ, কালাজিরা ও টিনের দোকান পুেড়গেছে বল জানা গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ কোটি টাকা হবে বল ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানিয়েছেন।