“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে নানা আয়োজনে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসলাম হোসাইন, এনডিসি মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, ।এছাড়াও অনুষ্ঠানে জেলার পরিবেশ সংশ্লিষ্ট উদ্যোক্তা, গবেষক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
