বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২১০২৫ শ্রম ক্রাসিস প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুৃষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ডঃ আশিক মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ কাওসার আহম্মেদ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্মকর্তা ও সাংবাদিক গন অংশ নেয়। এ সভায় শিশু শ্রম বন্ধের জন্য সচেতনতা বৃদ্ধি ও শিশুদের পুর্নবাসন সহ কারিগরী শিক্ষার উপর জোর দেয়া হয়।
