শরীয়তপুর প্রতিনিধি ঃ তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা আজ দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুর গোলাম হায়দার খান মহিলা কলে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম ,সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াজেদ কামাল, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন। এ সভায় গোলাম হায়দার খান মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগন অংশ নেয়।
