শরীয়তপুর প্রতিনিধি ঃ জলবায়ু পরিবর্তন ও দুর্যোগজনিত বাস্তচ্যুত জনগণের জন্য স্থানীয় পর্যায়ে টেকসই সেবা ও সমাধান নির্ধারণে শরীয়তপুরের এসডিএস সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ, নরওয়েজিয়ান সহযোগিতা সংস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার শিরোনাম ছিল দুর্যোগজনিত বাস্তচ্যুত জনগণের জন্য স্থানীয় পর্যায়ে টেকসই সেবা ও সমাধান নির্ধারণ” কর্মশালায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসিফ হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামান ও আইওএম-এর প্রজেক্ট ডিরেক্টর মেরিনা সুলতানা।
বক্তারা বলেন, ২০২৪ সালে বাংলাদেশে ২৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। এই প্রেক্ষাপটে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ম্যানেজমেন্ট’-এর বাস্তবায়নে সকলে মিলে কাজ করা জরুরি। কর্মশালায় সরকারি-বেসরকারি
