জাজিরা বি কে নগর সরকারী খাল জবর দখলের অভিযোগ

জাজিরা বি কে নগর সরকারী খাল জবর দখলের অভিযোগ

Social Share Now


জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের পশ্চিম কাজি কান্দি গ্রামে জমদ্দার বাড়ি থেকে ফজলুুর রহমান বাবুর্চির বাড়ি পর্যন্ত সরকারী খাল চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারদের বিরুদ্ধে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। বিকেনগর ইউনিয়নের চেয়ারম্যান ও একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার বলছেন জনস্বার্থে পানি নিস্কাশনের জায়গা রেখে সরকারী রাস্তা নির্মাণ করা হচ্ছে।
সরেজমিন ঘুরে ও স্থানীয় রাসেল জমাদ্দার জানান, বিকেনগন পশ্চিম কাজি কান্দি ২৫৬ নং দাগ জমাদ্দার বাড়ি থেকে ৩৩৮ নং দাগ ফজলুর রহমান বাবুর্চির বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ ফিট সরকারী হালট বা সরকারী খাল রয়েছে। এ খাল দিয়ে অত্র এলাকার ৫০০/৭০০ বিঘা ফসলী জমির পানি নিস্কাশন হয়ে থাকে। কতিপয় স্বর্থাম্বেষী লোক ফজলু বাবুর্চি, হাবিব বাবুর্চি, মিজান মুন্সি,আকতার মাদবর বি কে নগর ইউপি চেয়ারম্যান এসকান্দার আলী ভুইয়া ও স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার আঃ সালাম মাদবরের প্রত্যক্ষ সহায়তায় সরকারী হালট বা খালটি অবৈধ ড্রেজার দিয়ে ভরাট করে পানি নিস্কাশনের চিরস্থায়ী পথ বন্ধ করে দিচ্ছে। এতে করে বর্ষা মৌসুমে মাঠের পানি নামতে পারবেনা। ফলে অত্র মাঠে ফসলী জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এ সকল জমিতে ফসল ফলানো বন্ধ হয়ে গেলে এলাকার কৃষকদের বিরাট ক্ষতি

সাধিত হওয়ার আশংকা রয়েছে। এলাকার লোকজন চেয়ারম্যান মেম্বারদের কে সরকারী খাল বা হালট ভরাট করতে নিষেধ করার পরেও তারা মানছে না। উপায়ান্ত না পেয়ে গত ২৯ সেপ্টেম্বর রাসেল জমাদ্দার জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল সরেজমিন তদন্ত করে কার্যকরী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ দিকে চেয়ারম্যান ও মেম্বারগন বাধা উপেক্ষা করে রাতের আধারে অবৈধ ড্রেজার দিয়ে খাল ভরাট কাজ অব্যাহত রাখার কারনে স্থানীয়রা নিরুপায় হয়ে পড়েছেন। তাদের দাবী জরুরী ভিত্তিতে জনস্বার্থে সরকারী খাল বা হালট রক্ষা করা হোক।
কাজি কান্দি গ্রামের জুয়েল জমাদ্দার বলেন, সরকারী খাল বা হালট বন্ধ করে কতিপয় লোক জোর পূর্বক অবৈধ ড্রেজার দিয়ে ভরাট করে পানি নি¯কাশনের রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমরা বাধা দিলে তা মানছে না। উপরন্ত আমাদের হুমকি দেয়।
মাসুদুর রহমান জমাদ্দার বলেন, সরকারী খাল বা হালট দিয়ে পানি নিস্কাশন বন্ধ করে কতিপয় লোক চেয়ারম্যান ও মেম্বারদের সহায়তায় ভরাট করছে। এতে ফসলের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হবে। আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই কতৃপক্ষের সহায়তা চাই।
বিকেনগর ৩ নং ওয়ার্ডের মেম্বার আঃ সালাম মাদবর বলেন, পানি নিস্কাশনের ব্যবস্থা রেখেই আমরা ইউনিয়ন পরিষ থেকে প্রকল্প নিয়ে প্রায় ১হাজার ৫০০ ফিট কাচা রাস্তা নির্মানের উদ্যোগ নিয়েছি। কিছু লোক অযথা হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ দিয়েছেন। আমরা আপাতত সরকারী হালটের কাজ বন্ধ রেখেছি। ইউ এন ও স্যার এর নির্দেশ পেলে কাজ করবো।
এ ব্যাপারে বিকেনগর ইউপি চেয়ারম্যান এসকান্দার আলী ভুইয়া বলেন, জমদ্দার বাড়ি থেকে বাবুর্চি বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ ফিট সরকারী হালটে মাটি ভরাট করার পর অভিযোগ পেয়ে আপাতত সরকারী হালটের উপর কাজ বন্ধ রেখেছি। এখানে প্রায় ১ হাজার লোক বসবাস করে। তারা প্রায় ১০০ বছর যাবত রাস্তার অভাবে বাড়ি থেকে বের হতে পারেনা। ফসলী জমির ফসল তুলতে কষ্ট হয়। তাই পানি নিস্কাশনের ব্যবস্থা রেখে জনস্বার্থে ইউনিয়ন পরিষদের প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মানের উদ্যোগ নিয়েছি। এটা ব্যক্তি কোন স্বার্থ নয়। রাস্তা নির্মাণ করা হচ্ছে জনস্বার্থে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি।আপাতত হালটেরকাজ বন্ধ রয়েছে। সরেজমি তদন্ত করে ব্যবস্থা নিব।

Leave a Reply