শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজ হওয়ার দুই দিনের পর ডোবা থেকে আজিজুর রহমান মাছুম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ডামুড্যা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিশাকুড়ি এলাকায় ওই ব্যাংক কর্মকর্তা বাড়ির পূর্ব দিকের একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিজুর রহমান মাছুম ডামুড্যা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিশাকুড়ি এলাকার আব্দুল আলী মাষ্টারের ছেলে। তিনি অগ্রনী ব্যাংক ডামুড্যা শাখার মাঠ সহকারী হিসেবে কর্মরত ছিলেন । গত বৃহস্পতিবার ব্যাংক থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। বাসার লোকজন তাঁর মুঠোফোনে ফোন দিলে তার ফোনটি বন্ধ পায়। শুক্রবার সকাল হতে তাঁর কোন খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করা হয় এবং ফেইসবুকে একাধিক পোষ্ট করা হয়।
এলাকাবাসী ছাঈদ হোসেন বলেন, তিনি অতি ভদ্র স্বভাবের একটি মানুষ ছিলেন, তিনি বিনা প্রয়োজনে কারোসাথে কোন ধরনের কথা বলতেন না। তিনি সকাল হলে রিক্সা যোগে অফিসে যেতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরে আসতেন। তাঁর কোন শত্রু আছে বলে আমসদের মনে হয় না।
নিহত মাছুমের স্ত্রী ফারজানা বলেন, আমি গত বৃহস্পতিবার আমার দুই সন্তান নিয়ে বাবার বাড়ী বেড়াতে যাই। উনি আমাদেরকে গাড়িতে তুলেদেন এবং ভালোভাবে থাকতে বলেন। আমি পৌঁছে ওনাকে ফোন দিয়ে জানাই। এরপর গত শুক্রবার রাত হতে তাকে একাধিকবার ফোন করেও পাইনি। এরপর শনিবার সকালে আমার ভাসুরকে ফোন দিয়ে জানাই। আমার ভাসুরও তাকে খুঁজে না পেলে সকলেই চিন্তায় পরে যাই।
আমি আমার এই দুই সন্তান নিয়ে এখন কোথায় গিয়ে দাড়াবো। তাছাড়া আমার গর্ভেও একজন সন্তান রয়েছে। কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে আমি তাদের বিচার চাই।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত কোন মামলা হয়নি। তবে প্রক্রিয়াধীন আছে।