নড়িয়ার জপসায় জমি নিয়ে বিরোধের হাতুড়ি দিয়ে পিটিয়ে ২ জনসহ ৬ জন আহত

Social Share Now


নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় শুক্রবার দুপুরে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুইজনকে জখমসহ ৬ জন পিটিয়ে ও কুপিয়ে মারাতœক আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের শরীয়তপুর সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।
আহত হাবিবুর রহমান সরদারের ভাতিজা জুয়েল সরদার ও স্থানীয় সুত্রে জানা যায়, নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মেলকার কান্দি এলাকার ধলু সরদার ও মাইজ পাড়া এলাকার আবুল কালাম হাওলাদারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মাইজপাড়া এলাকায় ৪০ শতাংশ জমিতে ধলু সরদার সহ তার লোকজনের ধান রোপন করে। সে জমিতে গত বৃহস্পতিবার আবুল কালাম হাওলাদারের লোকজন জোরপূর্বক ধানের চারা উপড়ে জায়গা দখল করে নেয়। শুক্রবার সকালে জমির কাগজপত্র নিয়ে হাবিবুর রহমান সরদার মাইজপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় আবুল কালাম হাওলাদারের লোকজন তার গতিরোধ করে। এর পর কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ধরে নিয়ে পাশর্^বর্তী পুকুর পাড়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাতœক জখম করে। এরপর আলী মিয়া সরদার কে তার ঘর থেকে জোর করে তাকে বের করে এনে একই ভাবে নির্যাতন করে। এ ঘটনায় জামাল শরীফ (২৬), হানিফা হাওলাদার (৩০) মারাতœক আহত হয়। আহতদেরকে শরীয়তপুর সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।
আহত আলী মিয়া সরদার বলেন, হাবিবুর রহমান হাবিব সরদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাতœ্ক আহত করে সন্ত্রাসীরা। তখন আমি বাড়ীতে ছিলাম। এর কিছুক্ষন পর তারা আমার বাড়ীতে হামলা করে। আমাকে ধরে নিয়ে হাতুড়ি পিট য়ে আহত করে।
আবুল কালাম হাওলাদার বলেন, আমার জায়গায় ধলু সরদারের লোকজন ধান লাগিয়ে ছিল। আমি এখন তাদের ধান উপিড়ে আমার জায়গা বুঝে নিয়েছি। তারা ও আমাদের এখানে মারামারি করতে এসেছিল। তখন তারা আহত হয়েছে। কেউ তাদেরকে হাতুড়ি পিটা করেনি।
নড়িয়া থানারা ওসি (তদন্ত) আবির হোসেন বলেন, নড়িয়ার জপসা এলাকায় জমি নিয়ে বিরোধে মারামারি হয়েছে। আমরা পুলিশ পাঠিয়েছি। এখনো কোন পক্ষ মামলা করতে আসেনি।

Leave a Reply